Welcome to othoba.com
“অথবা জাদুর বাক্স” কেনার শর্তাবলিঃ
১) “জাদুর বাক্স” পেতে ক্যাম্পেইন চলাকালীন সময়ে আমাদের বিভিন্ন ক্যাটাগরি খুঁজুন।
২) একটি অ্যাকাউন্ট কিংবা অথবা ডট কম-এ নিবন্ধিত মোবাইল নাম্বার থেকে সর্বোচ্চ একটি “জাদুর বাক্স” অর্ডার করতে পারবেন।
৩) একটি অর্ডারে সর্বোচ্চ একটি “জাদুর বাক্স” অর্ডার করা যাবে।
৪) ক্যাম্পেইন চলাকালিন সময়ে একের অধিক “জাদুর বাক্স” অর্ডার করে পেমেন্ট করা হলে, প্রথম অর্ডার ব্যতীত পরবর্তী অর্ডারের কোনো প্রকার রিফান্ড করা হবেনা।
৫) “জাদুর বাক্স” অর্ডারের ক্ষেত্রে “ক্যাশ অন ডেলিভারি” প্রযোজ্য হবেনা।
৬) “জাদুর বাক্স” অর্ডারের ক্ষেত্রে কোনো প্রকার রিটার্ন পলিসি গ্রহণযোগ্য হবেনা।
৭) একই নাম, ঠিকানা, মোবাইল নম্বর কিংবা এগুলোর কাছাকাছি তথ্য সম্বলিত কোনো একাউন্ট থেকে একের অধিক জাদুর বাক্স অর্ডার করা যাবেনা।
৮) ক্যাম্পেইন চলাকালিন প্রতিদিন ভাগ্যবান গ্রাহকদের তালিকা অর্ডার নাম্বারসমেত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে।
৯) কর্তৃপক্ষ কোনো কারণে “জাদুর বাক্স” ডেলিভারি করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষে পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে টাকা রিফান্ড করা হবে।
৯) “জাদুর বাক্স” হাতে পাওয়ার পর অথবা ফ্যান ক্লাবে রিভিউ দিতে হবে।
১১. আজ থেকে আমাদের ৯ টাকার পণ্য এবং জাদুর বক্স সকাল ১০-১১টায় এবং রাত ৯-১০ টায় আমাদের ক্যাটেগরিগুলোতে অ্যাভেলেবেল হবে। অফার চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।